তদানিন্তন ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজিজুল হক মজুমদার এর ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বাবু পরেশ রায় চৌধুরীর ৮ একর ৪২ শতাংশ ভূমিতে ১৯৭২ সালের ১লা জানুয়ারী ফুলগাজী ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামে ফুলগাজী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি তদানিন্তন নোয়াখালি জেলার ফেনী মহকুমার ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো বিতরণ করে আসছিল। খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে ফেনী মহকুমায় বেশ সুনাম কুড়িয়ে ছিল। ১৯৮৮ সালের ৩১ অক্টোবর ফুলগাজী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুল ছাত্তার ও ফয়েজ উল্লাহ সাহেবের প্রচেষ্টায় জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর কলেজটি শিক্ষক সংকটের কারণে ঝিমিয়ে পড়লেও এর শিক্ষার্থীরা এখনো বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ভাগিয়ে আনছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমলে কলেজটির অবকাঠামোর যথেষ্ট উন্নতি হয়েছে।
গণগ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, ভিশন - ২০৪১, ৪র্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা ও এসডিজি বাস্তবায়নে ফুলগাজী সরকারি কলেজ বদ্ধপরিকর।
এই কলেজের অর্জিত ফলাফলের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুন্ন রেখে আরো ভালো ফলাফল অর্জন করতে আমরা অঙ্গিকার বদ্ধ। এই জন্য শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা আমাদের প্রত্যাশা।