১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর পর ফুলগাজী অঞ্চলের কিছু শিক্ষানুরাগী ও গণ্যমান্য বাক্তি এই অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। ১৯৭২ সালের ১ জানুয়ারী তদানিন্তন নোয়াখালী (বর্তমান ফেনী) জেলার পরশুরাম থানার ফুলগাজীতে স্থানীয় ব্যাক্তিবর্গের উদ্যোগে ফুলগাজী কলেজের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের স্বীকৃতি নিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির যাত্রা শুরু হয়। স্থানীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্ঠায় ১৯৮৮ সালের ৩১ অক্টোবর কলেজটি সরকারি কলেজে রূপান্তরিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ক্রমে ১৯৮৯ সালের ২২ এপ্রিল থেকে স্নাতক (পাশ) শ্রেণিতে পাঠদান শুরু । ছাত্র ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক গঠন বৃদ্ধি সর্বোপরি দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে অত্র কলেজে প্রতি শিক্ষাবর্ষে নিয়মমাফিক সহপাঠ্যক্রমিক ও সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে । এছাড়াও শৃঙ্খলা, নিয়মানুবর্তীতা ও সেবা ধর্মী কর্মকান্ডের অংশ হিসেবে বিএনসিসি, রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট-এর মতো স্বেচ্ছাসেবা সংগঠন চালু রয়েছে । কলেজ ক্যাম্পাসে রয়েছে সু-বৃহৎ ও দৃষ্টিনন্দন একটি দীঘি। যা প্রায় সারা বছরই পরিযায়ি পাখির কলকাকলিতে মুখরিত থাকে। কলেজের পুরাতন মসজিদের পাশেই নতুনকরে অত্যাধুনিক মসজিদ নির্মানের কাজ চলছে । কলেজ ক্যাম্পাসের চারপাশে রয়েছে কয়েকশত ছোট বড় বৃক্ষ। বর্তমানে এই কলেজ ক্যাম্পাসের জমির পরিমান ৮৪২ শতাংশ। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৭০০(সাতশ) জন । বর্তমানে শিক্ষকদের সৃষ্ট পদের সংখ্যা ২৫। কর্মরত আছেন ১৩ জন শিক্ষক। শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে বর্তমান কলেজ প্রশাসন আরও শিক্ষকের পদ সৃষ্টির দাপ্তরিক প্রক্রিয়া অব্যাহত রেখেছেন । বর্তমানে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা ১০ জন। বর্তমান তথ্য প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে অত্র কলেজে কম্পিউটার শিক্ষার জন্য অত্যাধুনিক একটি কম্পিউটার ল্যাব রয়েছে এবং ডিজিটল কন্টেন্ট নির্ভর পাঠদানের লক্ষে চালু করা হয়েছে মল্টিমিডিয়া ক্লাশরুম। যা কলেজের ছাত্র ছাত্রী ও সম্মানিত শিক্ষক কর্মচারীগণের তথ্য প্রযুক্তি ও কম্পিউটার জ্ঞানের পরিধি বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে । তিনতলা প্রশাসনিক ভবন,দ্বিতল কলা ও ব্যবসায়শিক্ষা ভবন ছড়াও রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞান ভবন। ফুলগাজী সরকারি কলেজ এই অঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
এক নজরে ফুলগাজী সরকারি কলেজ
প্রতিষ্ঠাকালঃ ১ জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দ।
জাতীয়করণঃ ৩১ অক্টোবর, ১৯৮৮ খ্রিস্টাব্দ।
অবস্থানঃ উপজেলা-ফুলগাজী, জেলা-ফেনী।
ক্যাম্পাসের আয়তনঃ ৮ একর ৪২ শতাংশ।
শিক্ষাবোর্ড কোডঃ ৬৮৭৫
জাতীয় বিশ্ববিদ্যালয় কোডঃ ৪১০৪
ব্যানবেইস আইডিঃ
শিক্ষক পদ সংখাঃ ২৫ জন।
কর্মচারী পদ সংখ্যাঃ ১৪জন।
ছাত্রছাত্রী সংখ্যা(আসন সংখ্যা)
উচ্চমাধ্যমিকঃ বিজ্ঞানঃ ১৫০ জন
ব্যবসায় শিক্ষাঃ ১৫০ জন
মানবিকঃ ১৫০ জন
স্নাতক(পাস):
একাডেমিক ভবনঃ ৩টি।
প্রশাসনিক ভবনঃ ১টি।
শহীদ মিনারঃ সম্পূর্ণ লোহার তৈরি দৃষ্টি নন্দন ১টি স্থায়ী শহীদ মিনার আছে।
মসজিদঃ ১টি সেমি পাকা(নতুন মসজিদ নির্মাণ কাজ চলছে)।
পুকুরঃ ১টি বিশাল বড় দীঘি আছে, যেখানে সারা বছরই প্রচুর অতিথি পাখি থাকে।
মোবাইল নং- ০১৯৩৫৪৩৪৫০০
ইমেইল – fulgazigovt.college@gmail.com
ওয়েভ সাইট – Fgc.edu.bd
Average Number of Students /per annum/ : 80 (Eighty)
Total Student Enrollment : 480 (Four hundred and Eighty)
Maximum Number of Students that can be accommodated at one time :500 (Five Hundred)
Number of Teacher : 36 (Thirty Six)
Number of Stuff : 12 (Twelve)